Skip to content

প্রেমধ্বনি-ফরহাদুল ইসলাম মোহন


তুমি যদি কান পেতে রও আমার বক্ষ মাঝে
শুনতে পাবে প্রেমধ্বনি বজ্রসম বাজে।
শুনতে কি পাও প্রেমনিনাদ বৃষ্টি জলে-জলে
জলের কণায় মিশে থাকে দুঃখ দলে-দলে!
~০৪-১০-২৪

মন্তব্য করুন