Skip to content

বুনোফুল

সে-ই ফুলের মতো ভালোবাসত সবাইকে, তার মনের মাঝে ছিল ছোট্ট একটা বাগান;
এবং জীবনের সবচেয়ে ঘনকালো দিনে, তার হাসি সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়ত
বন্য ফুলের মতো তুমি কিন্তু নিজেকে মানিয়ে নিবে, এটা কোনো ব্যাপার না যতগুলো
বুনো লতাপাতা ঘিরে থাকুক না কেন, বেড়ে উঠবে যেখানে সবাই ভাবত যে তুমি তা
কখনো পারবে না; এসো ছোট্ট ফুলেরা, এটাই জেগে উঠার সময়, আঁকতে থাক সুন্দর
পৃথিবী তোমাদের আনন্দে এবং গাইতে থেকো বেড়ে ওঠার গান, বসন্তের উষ্ণতা এখানেই খুঁজে পাবে।

(সংগৃহীত)

মন্তব্য করুন