বৃষ্টি যেন ধীর পায়ে হেঁটে আসা নৈঃশব্দ্য স্মৃতি
ছুটে চলা পালকির মতো কোন প্রাচীনত্বের ধ্বংসাবশেষ
দক্ষিণা মাতাল হাওয়ায় হারিয়ে যাওয়া কোন
বেনামি চিঠি
অসময়ের অঙ্কুরিত এক হাইব্রিড চারা
বৃষ্টি যেন অশরীরী প্রেমিকার অলিক অস্তিত্ব
না পাওয়া বেদনার পেয়ে যাওয়া কষ্ট
পেয়ে যাওয়া কষ্টের বিজড়িত আনন্দ
বিজড়িত আনন্দের অশ্রুসজল চোখ
বৃষ্টি যেন অশরীরী প্রেমিকার চন্দ্রসম মুখ।
২৯-০৫-২০২৪