বৃষ্টি তুমি কষ্ট ছাড়া অন্য কিছু নও
বৃষ্টি তুমি স্মৃতির প্রলাপ,একটুখানি মিষ্টি আলাপ
বৃষ্টি তুমি অশ্রুসাগর,চোখের কোনায় রও
বৃষ্টি তুমি কষ্ট ছাড়া অন্য কিছু নও।
বৃষ্টি তুমি সৃষ্টি-মাঝে,একটুখানি আমার খুঁজে
আমায় নিয়ে চলছো তুমি ধূসর স্মৃতির মাঝে
বৃষ্টি তুমি অন্য কিছু, স্মৃতির খুঁজে ধরছো পিছু
মিথ্যে স্মৃতির সত্য টানে আমার বুকে রও
বৃষ্টি তুমি কষ্ট ছাড়া অন্য কিছু নও।
২৯-০৫-২০২৪