আমারও———-||
কত শত এল গেল
অযথা তুমি কেন এই শূণ্য ভূমে
আল কেটে একা
কর্ষের উষর মরুতে
সাম্পানী শব্দচাষ কর
বইবে কিভাবে ঝঞ্ঝা ঘনালে
যদি গৃহ চায় , উত্তাপ !
অন্যবিলের ঢেউ, বয়ে যায় ঘুর পথে
দলীয় নালায়
শুষ্ক শেকড় শৈত্যে প্রবাহে
জল ঢালে পোয়াতি আগুণে
স্বৈরিনী শীত
অন্য,বস্ত্রে লেলিহান কু নজর
প্রাসাদ, দেরাজ সবই
গনগনে ক্রেতা , গভীর সখ্যতা
আবেষ্টনী নেই আর
আগুণের প্রতিজন্মে ঘরে ঘরে উত্তাপ বিক্রেতা
আবাদের ক্ষেত্র প্রস্তুত এর তার গোলা
শষ্য পাবনে , লক্ষ্মীর ঝাঁপে স্বস্তিচিহ্ন
সে এখন
জমীন পেরিয়ে সন্তর্পনে
মহাজনী দাদন কিনেছে
মন মন উত্তাপ প্রতিরোজ |
জোয়ার বইলে এলো উদোম হাওয়া
আগল ওড়ায় , মাঠময় শ্রমের প্রণেতা
গম গম স্বর্ণ প্রস্তুতি, দেওয়াল রেলিঙে
একচ্ছত্র হৃদকম্প এলে
জ্বেলে দেয়
কিষানীর শ্রমের পাঁখোয়াজ !