পুলিশ ম্যাডাম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০৬-২০২৪ ইং
বশ সেজেছে পুলিশ ম্যাডাম
আসন পেতে বসে,
ধরবে ডাকাত মারবে সে চোর
দণ্ড কষে কষে।
অত্যাচারে দেশ ছেয়েছে
নির্যাতনের শিকার,
নারী শিশু বলাৎকার হয়
শঙ্কা ভীষণ বিকার!
সুদ ও ঘুষের চলছে দাপট
অপকর্ম দেশে,
লুটেপুটে খাচ্ছে তারা
সাধু বাবার বেশে।
মাথায় টুপি আলাম হাতে
কোমরে হাত কড়া,
বজ্রাকণ্ঠে সশস্ত্র’তে
চশমা চোখে পরা।
পুলিশ ম্যাডাম করবে ঘায়েল
অত্যাচারী যত,
মানব নামের হিংস্র পশু
করবে মাথা নত।