হাঁটুজলে পা রেখেছি
পায়ের কি দোষ, ইচ্ছেটা তো আমার
কাদার সাথে ঝগড়া ছিল ব’লে
খেলবো না জল, ভিজবো না আর ?
এবরো – খেবরো পথ
উথাল – পাতাল ঢেউ ভাসছে জলে
দুজন মিলে ভেজার কথা ছিল,
ভিজলে না তো, আমায় তুমি মিথ্যে বলেছিলে !
এক হাঁটু জল স্রোতোস্যিনী
যেথায় যত নোংরা জমে ছিল
বেরিয়ে গেল বুকের ভেতর থেকে
মিথ্যে আশা, প্রতিশ্রুতি, স্বপ্ন আগোছালো …
হাঁটুজলে পা রেখেছি
একান্ত আমারই ইচ্ছায়
চাইলে তুমি এখনও আসতে পারো
হাঁটুজলে পা ডুবিয়ে থাকবো অপেক্ষায় ।