Skip to content

অনুতাপ – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

অনুতাপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৬-২০২৪ ইং

নিদ্রাতে ঘোর ভাবনা বিভোর
কখন আসে যম ?
হঠাৎ করে খামচে ধরে
করবে সে বের দম।

স্বপ্ন সাধন রঙিন ভুবন
শেষ হবে হায় সব!
সত্য তবে মানতে হবে
হিসাব নিবেন রব।

আমার আমার সব বেশুমার
আমার কিছুই নাই,
ভুবন ‘পরে রইবে পড়ে
কবর হবে ঠাঁই।

করেছি পাপ তাই অনুতাপ
আজকে তোমার দ্বার,
মাফ করো রব পাপরাশি সব
আমি গুনাগার।

আঁখির জলে চিত্ত গলে
নিভৃতে এই রাত,
ডাকছি তোমায় দেখবে ক্ষমায়
তুলেছি দুই হাত।

হে পরওয়ার নাই কেহ আর
নোয়াইয়াছি শির!
একক তুমি চরণ চুমি
ঝরাই চোখের নীর।

মন্তব্য করুন