Skip to content

শুক্র থেকে মৃত্তিকায় – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

শুক্র থেকে মৃত্তিকায়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৫-২০২৪ ইং

শুক্র থেকে জন্ম নিলাম
মা জননীর পেলাম কোল,
মায়ের কাছেই প্রথম শেখা
প্রথম ভাষার প্রথম বোল।

লাজুকলতা অঙ্গ ধীরে
উঠলো বেড়ে সবাই চুপ,
সুগঠনে সাজলো দেহ
পেলো যে তার সোনার রূপ।

শিশু থেকে কিশোর হয়ে
যৌবনেতে পদার্পণ,
বিয়ে-শাদি বাচ্চা বিবি
তারপরে সব ভারার্পণ।

নয় আঠারো উনিশ কুড়ি
চল্লিশ এখন হলো পার,
গড় আয়ুতে থাকলো বাকি
বিশ অথবা পঁচিশ আর।

তিন ভাগের এ জীবনকালের
দুই ভাগই হয় অতিক্রম,
এক ভাগেতে রইলাম পড়ে
কম বেশি তার ব্যতিক্রম।

চিন্তা মনে আসবে কখন
প্রাণ-পাখিটার মরণ যম,
বিভোর হয়ে স্বপ্নে মগন
লাশ হবো বের হলে দম।

কাঁদবে বেগম কাঁদবে স্বজন
কাঁদবে সবাই আপন পর,
বাঁশতলাতে ঠাঁই হবে মোর
কাদামাটির কবর ঘর।

সাধের জীবন বিলীন হবে
শুক্র থেকে মৃত্তিকায়,
রঙিন ভুবন স্বপ্ন সাধন
আজ আছে নাই কালকে হায়!

মন্তব্য করুন