Skip to content

“সান্ধ্য স্কুল ” ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো ( সাফল্যের শত সিঁড়ি” ঔপন্যাসের ১৮ নং কবিতা – ১২/০৫/২৩ ইং

১৮ “সান্ধ্য স্কুল ”

নিরক্ষর দেশের যম ; দেশে অজ্ঞ মুর্খতা বাড়ে;
ইভটিজিং সুদের হারে ; বাড়ছে যেন দ্রুত আকারে।
মুর্খরা হয়ে অনুপম; করছে অসামাজিক রম;
তাই দেশের নিরক্ষর ; দূর করা আগে দরকার ;
চাই সামাজিক দরবার ; আর দেশের প্রতিকার।

সান্ধ্য স্কুল সর্বত্র গড়ে ; ঝড়ে পড়া শিশুকে খুঁজে ;
সন্ধ্যার রাতে পড়াও যে; নিরক্ষর যাবে যে ব্রজে।
গরীবেরা টাকার তরে; জীবন বাঁচতে কাজ করে ;
তাই যে লেখাপড়া ছেড়ে ; নিরক্ষর মুর্খ যে হয়;
কেউ চোর গুন্ডাতে রয়, দেশ উন্নতি বাঁধা পায়।

এই মহৎ কাজ দেশ ; একা পারবেনা করতে দূর;
সচেতন মহল সুর ; তুললে দেশ করবে তড়বড়।
প্রতি ওয়াডে করো বেশ ; সান্ধ্য স্কুল হরহামেশে;
জাতি দেশ উন্নত করতে ; ঝড়ে পড়া শিশু পড়াই;
দেশ উন্নত করে সাজাই; মুর্খ অজ্ঞ দূর তবেই।

মন্তব্য করুন