নারী সুখ নারী সুখ
নরাই ভালবাসা
নারী দুখ নারী সুখ
নারীই ভালোবাসা।
নারীর আছে তিন টি নদী
কোন নদীতে পুরুষ মাঝি
কোন নদীতে সাদা পানি
কোন নদীতে লবন পানি
কইরা তামাসা।।
নারী দেহে দুইটি কবর
কোন কবরে জীবন্ত মানুষ,
কোন কবরে সুপ্ত মানুষ
জানে মওলা জানে না মানুষ।
তবু নারী খুশি থাকে
থাকে অপেক্ষায় করে আশা।।
নারীর আছে শ্রেষ্ঠ সম্পদ
তাকে বলে ভালোবাসা
যে পুরুষ নারীকে করবে জয়
সেই সম্পদ সেই পুরুষ পাবে
পাবে তরসা।
বাঘাবারো আশা নারী পুরুষের সত্য ভালবাসা।
রোজ হাসরে দু’জন দুজনা হবে ভালো খাসা।।
কবিতাটি পড়ে ভালো লাগায়, কবিতাটি পোস্ট করলাম।