Skip to content

ইলিশ ভাজা চুরি গেছে
চোর খোজে না পাই,
খোকা বলছে দেখছি মাগো
খাটের নীচে তাই।

সত্যি দেখি বিড়াল খাচ্ছে
ইলিশ ভাজা মাছ,
মার ওকে মার শিক্ষা দরকার
পুতুল ছুড়ে পাঁচ।

বিড়াল গেলো পালিয়ে যে
দৌড়ে দাদীর পাস,
বিড়ালের লাগেনি লেগেছে
দাদীর নাকের কাছ।

বিড়াল মারা যেমন তেমন
দাদীর গেছে জ্ঞান,
দাদা এসে পানি ঢালে
ধরে দাদীর কান।

দাদী ভালো হাসি হলো
বিড়াল চোরের ফান।

1 thought on “বিড়াল চোর – এম এসটি আসমা খাতুন”

মন্তব্য করুন