Skip to content

মিষ্টি হাসি – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মিষ্টি হাসি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১২-২০২৩ ইং

মধুর ভাষা মুচকি হাসা
মুচকি মানেই মিষ্টি,
বন্ধু-বান্ধব প্রিয়জনের
রয় শুভতে দৃষ্টি।

হাসির রকম দুই ধরণের
বিশ্ব ভুবন রঙিন,
মুচকি হাসি সবার প্রিয়
অট্টহাসি সঙ্গিন।

মিষ্টি হাসির হয় সমাদর
মিষ্টি হাসা সুন্নত,
দ্বীনের নবী কামলিওয়ালা
বলেন এটাই প্রোন্নত।

অট্টহাসি হয় কদাকার
নাই কোনো তার মূল্য,
মিষ্টি হাসির চাহনি যার
হয় না কভু তুল্য।

মিষ্টি হাসি ভালোবাসেন
সমাজ দেশের লোকে,
অভদ্র না ভদ্রতা বেশ
দৃষ্টি ভালো চোখে।

হাসতে হাসতে পাগল হওয়া
অট্টহাসি কয় রে,
শয়তানের এই আশকারা ভাই
মিষ্টি হাসি নয় রে।

মন্তব্য করুন