Skip to content

সুদ ও ঘুষের প্রতিফল – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

সুদ ও ঘুষের প্রতিফল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৭-১২-২০২৩ ইং

সুদ ও ঘুষে ঠুসে ঠুসে
পকেট ভরা হারাম কাজ,
এমন কাজে থাকলে রাজে
পাবি না কেউ প্রভুর নাজ।

নয় আরামে জাহান্নামে
জ্বলতে হবে জনমভর,
কীসের আশায় মাতলি নেশায়
নাই কি রে তোর মরণ ডর ?

কোরআনে কয় নয় মধুময়
সুদের গড়া জীবন খান,
অর্জিত ধন পোড়াবে মন
বের হলে তোর সাধের প্রাণ।

বিধির বিধান নরক নিধান
সুদ ও ঘুষের ফলাফল,
পাবি না ত্রাণ হায় অপমান
আর্তনাদে চোখের জল!

সুদ ও ঘুষের আবাদ বিষের
আল্লাহ রাসূল নারাজ  হয়,
ক্ষণিক সুখের মিষ্টি মুখের
লোলুপ জীবন বিষাদময়!

মন্তব্য করুন