খুঁটে বাঁধা আট আনা চারআনা এক
একটা কুড়ি আর পাঁচ পয়সা এক–
মিলিয়ে মিশিয়ে সব ষোলোআনা।
লুকাবো? ইচ্ছে হয় খুব,পারি না।
মায়া এসে জড়াজড়ি করে কেমন যেন
গুনে নিয়ে বেঁধে দিই আবার
সন্ধে গড়িয়ে যায় নিঝুম পায়ে…
ঘুম ঘুম চোখে
আমাকে জড়িয়ে ধরে ঠাকুমা তখনও বলে যায়—
পৌষ বাঁধো বউমা, সংক্রান্তির দিন
পৌষ বাঁধো শক্ত করে চালের বাতায়।
___________
Sanjay Acharya, 20A/3 seal lane, kolkata 700015, mobile 9830437268