কামুকী নেমেছে আজ সমুদ্র মন্থনে
আবছায়া পুরুষ কুয়াশার দ্বীপে, নরম পলি তার
জলের কল্লোল শোনে, শোনে অবিদ্যার শিরশিরে গা।
খননে পাথর ভেঙে মুক্ত করে যোনি,
আজন্মের ক্রীতদাস।
রক্ত ও রেণুর থেকে নির্বোধ উল্লাস
বিবিক্ত শরীরে শুধু মাথা কুটে মরে
বিলুপ্ত ঈশ্বরের কাছে।
অমৃতের সন্ধানে অতল জলের তলে
মাঝে মাঝে তাই রাত্রি এসে শুতে চায়
মনের নিঃসঙ্গ উত্থান মগ্নতায়
বিদ্যা ও পারাপারের আস্বাদে…
কামুকী নেমেছে আজ সমুদ্র মন্থনে
আবছায়া পুরুষ কুয়াশার দ্বীপে, নরম পলি তার
জলের কল্লোল শোনে, শোনে অবিদ্যার শিরশিরে গা।
খননে পাথর ভেঙে মুক্ত করে যোনি,
আজন্মের ক্রীতদাস।
রক্ত ও রেণুর থেকে নির্বোধ উল্লাস
বিবিক্ত শরীরে শুধু মাথা কুটে মরে
বিলুপ্ত ঈশ্বরের কাছে।
অমৃতের সন্ধানে অতল জলের তলে
মাঝে মাঝে তাই রাত্রি এসে শুতে চায়
মনের নিঃসঙ্গ উত্থান মগ্নতায়
বিদ্যা ও পারাপারের আস্বাদে…