Skip to content

মাটির পাণ্ডুলিপি ভোরের ট্রেনে —- সঞ্জয় আচার্য

ভবিতব্যের হাটে
সম্ভাব্য যুবকমেঘ যেতে যেতে দেখে নিচ্ছে,
ধুলো ওড়া মোরামের সরান বেয়ে শিবুকাকা মাঠে যাচ্ছে
করিমের মাছের ঝাঁকায় এপাড়া ওপাড়া চুনোপুঁটি চাহিদা,
তাকে ঘিরে গোল হয়ে বসবে দর-কষাকষি সকাল কিছুক্ষণ পরে।

গতরাতে ফুটে থাকা কাঠকাঞ্চনগুলো মৃদু হাওয়ায় দুলছে
পরেশকাকার বারদরজায়।
একটু পরেই ও মুনিয়াকে আবভাবে বলবে–
আমার গ্রাম ছেড়ে শহরে যাওয়ার বিরহ-ধূসর কথা।

বুড়োবট ছায়া দিয়ে লিখে রাখবে সেসব পংক্তি,
কখনও খররোদ কখনও রাখালিয়া এসে
গুলিয়ে দেবে তার ছন্দ ও অন্ত্যমিল।

তারই মাঝখান দিয়ে গৃহস্থ উঠোন থেকে কলকল রবে
একপাল হাঁস ভাঁট-শালুকের ঠোঁট ছুঁয়ে দেখে নেবে–
কতটা সনেট হয়ে দূরে চলে যাচ্ছে মাটির পাণ্ডুলিপি
ভোরের ট্রেনে।

মন্তব্য করুন