প্রিয়
কাছে এসে যদি মোরে ভাব অপ্রিয়
তার চেয়ে ভালো
তুমি মোরে প্রিয় প্রিয় বলেই দূরে চলে যেও ।
প্রিয়
যদি কাছে এসে মুখ গোমরা করে থেকো
তার চেয়ে ভলো
তুমি দূর থেকে মৃদু হেসে একবার তাকাইও ।
প্রিয়
এ মোর কাছে যদি না থাকিবারে চাও
তার চেয়ে ভালো
প্রিয় তুমি আসি বলেই চলে যাও ।
প্রিয়
যদি মোরে না রাঁখিতে চাও তোমার প্রানে ধরে
তার চেয়ে ভালো
ভূলিনাই বলে যেও মোরে ভূলে ।
প্রিয়
তুমি চলে যেও , তুমি ভূলে যেও
তবে যেনে নিও , তুমিই মোর প্রিয় ।