Skip to content

“হকার”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

গ্রামে গঞ্জের হাট বাজারে
হকার দাঁড়াই মাতে,
তাদের কথা লোকে শোনে
সব সমস্যা দাঁতে।

দাঁতে পোকা ধরলে পরে
মাথার ব্রেইন গরম,
কোনোকিছুই ভাল্লাগেনা
মেজাজ খারাপ চরম।

পান চিবিয়ে দাঁত করেছেন
জামের মতো কালা,
ম্যাজিক মলম দাঁতে লাগান
এক ঘষাতে ভালা।

দূর্বলতা দূর করিতে
সালশা সেবন রাতে,
গাছগাছালির এই ফাইলটা
কাজ করে ভাই বাতে।

জায়গায় খেয়ে ইঁদুর মরবে
এমন ঔষধ আছে?
তেলাপোকা থাকবেনা আর
ঘর দুয়ারের কাছে।

হাট বাজারে হকার বিহীন
জমেনা ভাই কিছু,
সরলমনা মানুষ গুলো
ছোটে কথার পিছু।

লেখার তারিখ:- ১৬/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন