ঘরের কপাট খুলে দিয়ে
নকশীকাঁথা গাঁতি,
অন্ধকারে দেখিনা সুঁই
জ্বালিয়েছি বাতি।
নতুন ঘরটা আলো করে
আসছিলো মোর খোকা,
বয়স বাড়লো বিয়ে করলো
আমায় দিলো ধোঁকা।
অঢেল সম্পদ দেখে শুনে
বউকে আনে বাড়ি,
ছেলের ইচ্ছে ধনী হবে
বিদেশ দিলো পাড়ি।
টাকাপয়সা কামাই করে
পাঠায় বউয়ের হাতে,
সেই টাকাতে স্বচ্ছল ভাবে
বাপ ভাই নিয়ে মাতে।
আমিতো এক অভাগা মা
দুঃখ কষ্টে খাসা,
কাঁথার ফোঁড়ে গেঁথে গেঁথে
বুঝাই মনের ভাষা।
লেখার তারিখ:- ১৫/১১/২০২৩ খ্রিস্টাব্দ