জন্ম আমার এই দেশেতে
প্রিয় মাতৃ ভূমি,
দেশের তরে লক্ষ সালাম
মাটি করি চুমি।
কৃষক ফলায় সোনার ফসল
বিস্তীর্ণ ঐ মাঠে,
নদীর মাঝি বৈঠা হাতে
বসে আছে ঘাটে।
কুমার-কামার-তাঁতি-জেলে
সবার দেখাই মেলে,
স্ব স্ব কাজে সবাই ব্যস্ত
উৎপাদন লই খেলে।
সবুজ শ্যামল শস্য রাজি
বাড়ির চতুর দিকে,
এমন দৃশ্য প্রত্যক্ষণে
দুখ্ দূর্দশা ফিকে।
স্বাধীন দেশের মানুষ আমি
তাইতো গর্ব করি,
এই দেশেতে জন্ম আমার
এই দেশেতেই মরি।
লেখার তারিখ:- ১৪/১১/২০২৩ খ্রিস্টাব্দ