জীবন
এ.এস.এম সোহেল ভূঁইয়া।
যতই সাজাই জীবনকে ভাই
সাজতে হবে আরো,
পাওয়ার পরে চাওয়া বাড়ে
মায়া বাঁধে কারো।
একটা গাড়ি আছে আমার
হয় না এ-টা বধূর,
বড়ো মেয়ের গয়না দাবি
পা’য়ে সোনার নূপুর।
ছেলে হলো ভীষণ জিদি
লাগে অর্থ কড়ি,
তাদের খুশি করতে করতে
হাতে উঠে ছড়ি।
একটা বাড়ি হয় না যে আর
পুত্র বধুর দাবি,
এমনি করে বাড়ছে ভুরি
বাড়ছে ঘরের চাবি।
এমনি করে হঠাৎ একদিন
বিদায় নেবে পাখি,
নিথর হয়ে রইবে খাটে
কোথায় মাখামাখি?
কান পেতে ঐ শুনো তুমি
ডাকছে কবর মাটি,
সময় শেষে অন্ধ ঘরে
পাতবে শীতল পাটি।