Skip to content

স্বপ্নে ভেজা ঘুম – জেসমিন জাহান নিপা

তোমার চোখে জল নয়
দেখতে চাই হাসি
মনে রেখ বন্ধু তোমায়
অনেক ভালোবাসি।।

চুপি চুপি বলছি তোমায়
কাউকে বল না
এত সুন্দর লাগছে তোমায়
হয়না তুলনা।।

কি সুন্দর ঠোঁট তোমার
কি সুন্দর হাসি
যে দেখবে সে বলবে
তোমায় ভালোবাসি।।

চোখের আড়াল হতে পারি
মনের আড়াল নয়
মন যে আমার সব সময়
তোমার কথা কয়।।

মনকে যদি প্রশ্ন করি
তোমার আপন কে?
মন বলে এখন তোমার
লেখা পড়ছি যে।।

তোমার জন্য রইল আমার
স্বপ্ন ভেজা ঘুম
একলা থাকার শান্ত দুপুর
রাত্রি নিঝুম।।

তোমার জন্য রইল আমার
দুষ্টু চোখের ভাষা
মনের মধ‍্যে লুকিয়ে থাকা
অধিক ভালোবাসা।।

মন্তব্য করুন