Skip to content

পুরাতন প্রেমিকার প্রতি

বদলেছে রসনাও; এমনকি প্রতীতির রঙ
কবিতা তো বোবা রানি, লাজ পায় ছিনালিরো ঢঙ!
ফাগুনে আগুন ছিল, তবুও পোড়েনি রাজধানী,
মেয়রের পা জড়িয়ে কেঁদে গেছে বৃক্ষময়ী বাণী।

বসন্ত তো সংখ্যালঘু, কোকিলের মুখে বাঁধা পটি
গোলেমালে হরিবোল হট্টগোল ভাঙে ঘটিবাটি।
গদিতে নগদ অঙ্ক, চুমু দিয়ে খুলে নেয় জামা
অধরে অধরে ভ্যাট, অধিকন্তু কোতোয়াল মামা।
এখানে সোনালি হাঁস গণিতের হিসাবের লব
আড়ালে মোহন ছুরি প্রাণে প্রাণে রচে উৎসব।

আমিও জড়িয়ে আছি যূথবদ্ধ প্রভাবিত ডানা,
গাবতলী চেকপোস্ট, তার পিছে উত্তোলিত না! না!
এ মহাফাঁপর পপি! নোম্যান্সল্যান্ডেও থাকা দায়,
তুমি যদি ভিসা দাও, সীমান্ত ভাঙিবো দুই পায়।

তারপরে কী যে আছে- কুঞ্জ! না অরণ্যভয়?
লালন হাসিছে: এসো, কৌটিল্যের রচি পরাজয়।

মন্তব্য করুন