ভালো লাগায় দিয়ে ছিলাম
হাতে একটা ফুল,
ফুল দেওয়াতে কাল হলো তার
করছি মস্ত ভুল।
পুষ্প দানের দৃশ্য নাকি
দেখেছে তার ভাই,
বাড়ি গিয়ে বলছে বেশি
মনস্তাপ্ যা তাই।
লেখা পড়া আর হবেনা
ছেলের করে খোঁজ,
নিত্যনতুন পাত্র এনে
বিরক্ত করে রোজ।
ভাইয়া বলে বিয়ে করে
ছাড়ো বাপের ঘর,
তোমার কৃত কর্মকাণ্ডে
হয়ে গেছো পর।
কেমন করে বুঝাই তোকে
আমার ছোট্ট ভাই,
যেমন ভাবছিস তোর মনেতে
ওসব আমার নাই।
ছোটো একটা ভুলে মেয়ের
লেখা পড়া শেষ,
সমাজ পানে এমন গল্প
ঘটছে নিত্য বেশ।
লেখার তারিখ:- ০৫/১১/২০২৩ খ্রিস্টাব্দ