Skip to content

“সৎপাত্রে কন্যাদান”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

বিবাহ যোগ্য কন্যা ঘরে,
সমন্ধ আসে রোজ।
সৎ পাত্রে কন্যা দিবো,
নিতে হবে একটু খোঁজ।
মেয়ের বাবা ধার্মিক বটে,
ঈমানদার ছেলে চাই।
গ্রাম ঘুরে’শহর চোষে,
বলো’কোথায় এমন পাই?
দুই ছেলের পর একটি মেয়ে,
আদর যত্ন তাই বেশি।
দেখেশুনে বিয়ে না দিলে,
পরে হয়ে যাবো দোষী।
হালাল রুজি অল্প পুঁজি,
থাকলে ছেলের ঘরে।
ওতেই মাবুদ বরকত দিবে,
যদি চেষ্টা তদবির একটু করে।
অঢেল সম্পদ টাকাকড়ি,
কি আর হবে দেখে।
ঈমান আখলাক ভালো হলেই,
কন্যা দায়গ্রস্ত করবো তার হাতে।

লেখার তারিখ:- ০৫/০৯/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন