Skip to content

“রক্তদানে স্বেচ্ছাসেবী”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

বিবেক বুদ্ধি সবই আছে
তাই তো জীবন সবার কাছে
মূল্যবান আর দামি,
রক্ত দানের সময় হলে
রক্ত দিতে যাও গো চলে
হবে তুমি নামি।

তিন মাস অন্তর রক্ত দিলে
সুস্থ সবল দেহ মিলে
ডাক্তার সাহেব বলে,
রক্তদানের পূর্বক্ষণে
দাতার রক্ত পরিক্ষণে
পর্ব যেন চলে।

নিয়মিত রক্ত দানে
দাতা তুমি সবার পানে
সালাম তোমার তরে,
চলতে-ফিরতে রাস্তাঘাটে
রক্তদাতার প্রীতির বাটে
ভক্তিতে দেয় ভরে।

রক্ত যোদ্ধা সবাই হলে
মৃত্যুহারটা কমে চলে
এই ভুবনের মাঝে,
যুবক আসো প্রতিজ্ঞাতে
স্বেচ্ছাসেবী একই সাথে
থাকবো ভালো কাজে।

লেখার তারিখ:- ০৪/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন