মানুষ তুমি পৃথিবীতে
সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণ,
কার ইন্ধনে জীবন থেকে
নিতে যাচ্ছো জান।
সংসারেতে টানাপোড়েন
সাথে কিছু দুখ্,
দুঃখের সময় পার করিলেই
ফিরে আসে সুখ।
শয়তানের ঐ ধোকায় পরে
আখের করতে ক্ষয়,
আত্মা হত্যার পথে পা দেও
নাই কি মনে ভয়।
পরকালের কথা ভেবে
চিন্তা কভু হয়,
রব্বে কারিম নারাজ হবে
মনে রাইখো ভয়।
প্রাণটা তোমার ফুরায় গেলে
দেখতে আসবে লোক,
তিরস্কারে কান ভাসাবে
নিকৃষ্ট এক শোক।
লেখার তারিখ:- ৩০/১০/২০২৩ খ্রিস্টাব্দ