পরের দোষটা ঠিকই ধরে
নিজ মন্দ না বুঝে,
সাধুর লেবাস ধারণ করে
অন্যর ত্রুটি খোঁজে।
ফাঁকি বাজে শুধুই খোঁজে
সবার কাজে ত্রুটি,
পরের দোষের খোঁজ করিতে
নিজের হয় না রুটি।
সময় চলে নিজ গতিতে
ধার ধারে না কারো,
অলস লোকের সময় ফুরায়
দোষ খুঁজিতে আরো।
মন্দ চিন্তায় দিন চলে যায়
কাজ করবে আর কখন,
তৈলাক্ত ভাব বসের সাথে
কাজ লাগে না তখন।
তেলা মাথায় তেল মারিয়া
ফাঁকি বাজে চলে,
নিজের দোষটা পরার ঘাড়ে
মন্দ স্বভাব মূলে।
লেখার তারিখ:- ২৫/১০/২০২৩ খ্রিস্টাব্দ