Skip to content

মা এখন বোঝা – মোঃ রুহুল আমিন গাজী

অবুঝ মনে ভালো ছিলো
দুষ্টু বাঁদর ছেলে,
বাঁদর গুলো করতো মজা
মায়ের কাছে পেলে।

মায়ের নিয়ে ভাবতো তবুও
করে চোখের মণি,
মা জননী ছিলো তাঁদের
সাত রাজার ঐ খনি।

অনেক বড়ো এখন ওঁরাই
মা’য়ে ডাকে খোকা,
সমাজ জাতি চিনছে সবই
নয়তো তাঁরা বোকা।

বিবাহ করে আনলো ঘরে
রূপবতী মেয়ে,
অনেক সুখী ভোগ বিলাসে
জীবন সঙ্গী পেয়ে।

মায়ের ভাগটা চায় না নিতে
বললো কথা সোজা,
মায়ের ঘরে নেইতো জায়গা
টানবে কেবা বোঝা।

1 thought on “মা এখন বোঝা – মোঃ রুহুল আমিন গাজী”

মন্তব্য করুন