মুখোশধারী
—————–
ইলা ইয়াছমিন
————————
ওরা মিথ্যুক ওরা ভিক্ষুক
ওরা মানুষখেকো হায়েনার,
ওরা খুণী, ওরা জঙ্গী
ওরা হিংস্র ওরা পাপাচার।
ওরা মন্ত্রক, জানে ফন্দি
করে ফতুয়ার জালে বন্দী
ওরা স্বার্থের মোহে অন্ধ
ওদের লেবাস বুলী সম্বল।
ওরা পূজক ওরা খাদক
ওদের কাছে ঈমান সকলের
রাখা হয় বন্ধক।
ওদের নেই কোন সংস্কার
বিধির বিধান নিজস্বার্থে করছে ব্যবহার।
নারীরা ওদের ভোগের পণ্য
মানুষ হিসেবে করে না গণ্য,
অসম্মান করে ওয়াজ করে
বানানো ফতুয়ার করুন সুরে।
ওরা শক্তি, ভেবে করো ভক্তি
আহা! করো অন্ধের মতো বিশ্বাস,
ওরা ঠক ওরা প্রতারক
আহা! বুঝবে যখন চলে যাবে নিঃস্বাস।
ওরা অহংকারি ওরা অসৎ
ওদের প্রাপ্তি আল্লাহর লানত,
করে ধর্মের নামে ব্যবসা সুদূর
বুঝেনা গরীব দুঃখী দিনমজুর।
ওরা ভয়ানক, সাজে ধার্মিক
ওরা হিংসুক মন কুৎসিত,
ওরা জাতির জন্য আতঙ্ক
ওরা নিজস্বার্থে হয়ে উঠে ভয়ংকর।
ওরা ক্ষমতায় চায় আসন
করতে বসে দুঃশাসন,
ওদের গোপন আগ্রাসন
ঘটবে এবার অবসান।