মাটির কবর
এ.এস.এম সোহেল ভুইঁয়া।
তোমার থেকেই সৃষ্টি আমি তুমিই শত খাঁঠি,
অবশেষে তোমার সাথেই হবে শেষের বাটী।
চারিদিকে ছুটছি আমি,কিসের সন্ধ্যান করি?
পাইনা কিছু কুলের নিশান তবুও খুজে মরি।
দিন পুরিয়ে যাচ্ছে যে মোর, ডাকছে পরপার,
সেথায় মোরে কে বরিবে,কে করিবে সাঙ্গদার?
পাপ পূণ্যের হিসেব করি আমল হলো চাবি,
কবর মোদের ডাকেরে ভাই একটু তাতে ভাবি।
মিজান মোর করবে হিসাব,নাই বিনিময় তার,
পুলসিরাতের দীর্ঘ নদী কেমনে হবো পার?
ধর্মের নাহি মর্ম বুঝি,নাহি করি বিধান কাম,
রোজ হাসরে মোর প্রভুরে তুষিবে কি চাম ?
ভবের সাথে প্রেমের খেলা খেলবে কত আর?
মাটি যে তোর গ্রাস করিবে হুকুম পেলে তাঁর।
পাপ পূণ্যের হিসেব করে আমল করো আগে,
কবর মোদের ডাকছে ভাবো এটকু অনুরাগে।
মাটি,তোমার থেকেই সৃষ্টি আমি তুমিই খাঁঠি,
অবশেষে তোমার সাথেই হবে শেষের বাটী।