Skip to content

যদি শুধু তোমায় দেখে যাওয়ার একটা চাকরি পেতাম

যদি আমি এমন একটা চাকরি পেতাম
যার কাজ হল শুধু তোমায় দেখে যাওয়া
তাহলে খুব ভালো হতো।
সব চাকরিতেই তো বেতন দেওয়া হয়
কিন্তু আমি এই চাকরিতে তা নিতাম না,
আমার দরকার পড়ত না।
টাকা পয়সা না হলে কি জীবন চলে?
কিন্তু আমার চলে যেত।
শুধু তোমায় দেখে যাওয়াতেই
আমার খাওয়া ঘুম সব হয়ে যেত, দিন চলে যেত।
রোগ ব্যধি হলে ডাক্তারও দেখাতাম না
শুধু তোমায় দেখে যেতাম।
ডাক্তার ওষুধ দিলে তো সেরে উঠতে সময় লাগবে,
আর তোমায় দেখে গেলে কোনো কঠিন রোগ ব্যধিও এক নিমেষে সেরে যাবে!

এ তো গেল চাকরি চলাকালীন জীবনের কথা,
কিন্তু যখন আর চাকরি থাকবে না
মানে চাকরি জীবন শেষ হওয়ার পরে
তখন কীভাবে চলবে দিন?
তখন তোমায় দেখার কাজ তো আর থাকবে না,
তাহলে কীভাবে চলবে দিন?
চাকরি জীবনে তোমায় মন ভরে দেখে নেব
তাই তখন সারা দিন রাত ধরে তোমায় চোখের সামনে ভাসাবো,
তোমায় নিয়ে আমার চিন্তা কল্পনার জগত গড়ে তুলব।
সামনাসামনি দেখার সময় যতটা কাছে থাকো
কল্পনা চিন্তা করার সময়, চোখের সামনে ভাসানোর সময়
একেবারে আমার মধ্যে থাকো।
তাই তখন আরো ভালোভাবে দিন কাটবে।
এভাবেই বাকি জীবনটুকু পার করে দেব।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/১০/২০২৩

মন্তব্য করুন