Skip to content

আমি নারী- শামীমা খালিদ শাম্মী

আমি নারী
আমি গর্ভধারিনী, আমি জননী
আমি ভগিনী, আমি অর্ধাঙ্গিনী
আমি মমতাময়ী, আমি করুণাময়ী
আমি রমণী, আমি প্রেমময়ী।

আমি নারী
আমি অনাকাঙ্ক্ষিত, আমি অবহেলিত
আমি তুচ্ছ, আমি অবজ্ঞা
আমি স্বার্থপর, আমি মিথ্যাবাদী
আমি ধ্বংস, আমি প্রতিবাদী।

আমি নারী
আমি প্রেরণা, আমি মুক্তি
আমি সোনামনী, আমি প্রেয়সী
আমি ভরসা, আমি সেবিকা
আমি আস্থা, আমি মায়াবতী।

আমি নারী
আমি ধর্ষিতা, আমি নির্যাতিতা
আমি ঘৃণা, আমি হিংসা
আমি দীর্ঘশ্বাস, আমি পরীক্ষা
আমি কান্না, /আমি যাতনা।

আমি নারী
আমি মনোহারিণী, আমি সীমন্তিনী
আমি স্পন্দন, আমি সঙ্গিনী
আমি লজ্জাবতী, আমি সুহাসিনী
আমি অনন্যা, আমি অভিলাষিণী।

আমি নারী
আমি ভালোবাসা, আমি প্রেম
আমি সুখোচ্ছবি, আমি নেশা
আমি ত্যাগী, আমি উল্লাস
আমি মনোবল, আমি সাফল্য।

আমি নারী
আমি ধৈর্যশীলা, আমি অনুপ্রেরণা
আমি দূর্বার, আমি প্রত্যয়
আমি পতিভ্রতা, আমি সংসারী
আমি অভিমানিনী, আমি উদাসিনী।

আমি নারী
আমি ধ্রুপদী, আমি মহাপ্রলয়
আমি কলঙ্কিনী, আমি ভয়ংকরী
আমি বন্দীত্ব, আমি দাসত্বের শৃঙ্খল
আমি প্রতিক্ষা, আমি দূর্বল।

আমি নারী
আমি জান্নাত, আমি পবিত্র
আমি শোভিত, আমি জয়ন্তী
আমি রহমত, আমি নিয়ামত, আমানত
আমি বিধাতার অপরূপ সৃষ্টি।

মন্তব্য করুন