অতিশয় অভিমানী অমৃত অন্তর,
অসহ্য অগণিত অশ্রুপাতে অস্থির ।
অস্পষ্ট অসম্ভব অত্যাচারে অন্ধকার,
অন্নপণার অজানা অথৈ অত্যাচার ।
অভিব্যক্ত অভিষিক্ত অতিশয় অন্তর,
অপরিণামদর্শী অদিতি, অত্যন্ত অক্ষয় অতি ।
অদ্য অতীত অন্ত অক্ষ,
অনন্য সাধারন অবশ্যম্ভাবী অন্তরের অধ্যক্ষ ।
অথৈ অন্তরের অরিন্দম অবিশ্রান্ত,
অদিতির অভিমান,অগ্নিবর্ষণ অনিঃশেষ অন্তঃপুরে অহরহ ।।