কবি কাশিরাম
—-
রমেন মজুমদার ,১৫/০৯/২৩
শুনেছি কাশিরামে খ্যাত মহাভারত!
তাই গাঁথা কাব্যখানি মাতিল জগৎ;
জটাজালে, জাহ্নবীরে বাঁধিয়া রাখিল
দ্বৈপায়ন ঋষি!–ভারতের পুণ্য-রস;
রাখি বাঁধি শিরে; মনুষ্য-তৃষ্ণার বস-
আহাজারি প্রাণীকুল! করে হাহুতাশ।।
আকুলি-বিকুলি রোদন বঙ্গের প্রাণ!
ভজিল কঠোর তপে গঙ্গে বীর দান-
ব্রততে ভগীরথী;পুজিলা দৃঢ় তপে;
মুক্তিতে সগর-বংশ!করি তপ তবে।।
আনিলা চরণে মা’য়ে পুষ্পপদতলে!
ভগীরথী তপ-ব্রত পূজি গঙ্গা জলে।
ধন্য রে নরকুল ! জুড়ায় তৃষ্ণা-মন,
গৌরভূমি পুণ্যবান কবি কাশিরাম।।
—–
শিখা মন্দির,হরিদেবপুর।।