Skip to content

আরাধ্য প্রেম- রাব্বী আহমেদ

শরীর-ঘ্রাণে মিশে গেলে প্রসাধনী,
যেখানে তোমার লকেট পেয়েছে দেশ,
একবার শুধু পেলে সে সোনার খনি,
ব্যথা বেদনায় হবো যে নিরুদ্দেশ।

নোনতা স্বাদের ফলগুলো খাবো পেড়ে,
এই হৃদয়ের সমস্ত ব্যথা ঝেড়ে,
যদি খুঁজে পাই বাদামী রঙের তিল,
তার সাথে আমি কবিতার দেব মিল।

কবিতায় আর কতোটুকু ফুটে ওঠে,
স্নেহময় সেই স্পর্শ, মোলায়েম।
যেখানে রয়েছে অমূল্য অনুরাগে
সাজানো-গোছানো আরাধ্য এক প্রেম।

এই জীবনের যাবতীয় সঞ্চয়,
খরচ করে চলেছি একাই আমি,
দুর্গম দ্বীপের পাসোয়ার্ড দাও বলে,
শোনাই তোমাকে ব্যথার সালতামামি।

পিঠের দেয়ালে স্বরলিপি লেখা কার
সে কথা তোমার নাই বা হলো জানা,
বহু সাধনার বেদনা যাত্রা শেষে,
পাবো কি তোমার অমূল্য দেহখানা?

নদীর মতো নারী যেন এক তুমি
ভাজে ভাজে তার কতো কামনার ঢেউ,
সারা পৃথিবীর অলগলি ঘুরে জেনেছি,
তোমার মতো পবিত্র নেই কেউ।

মন্তব্য করুন