টুকটুকে নোহার তুলতুলে গাল;
ফুটফুটে জোছনায় হলো আবডাল।
ঘরদোর তছনছ সব হয়রান –
খোঁজ খোঁজ রব নেই সন্ধ্যায়।
কইকইহইচই বের করা ভার-
জোছনায় নোহায় সব একাকার।
উৎসর্গ – ছোট্ট মামনী নোহা।
নোহা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
টুকটুকে নোহার তুলতুলে গাল;
ফুটফুটে জোছনায় হলো আবডাল।
ঘরদোর তছনছ সব হয়রান –
খোঁজ খোঁজ রব নেই সন্ধ্যায়।
কইকইহইচই বের করা ভার-
জোছনায় নোহায় সব একাকার।
উৎসর্গ – ছোট্ট মামনী নোহা।
নোহা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য