আমার একটা আকাশ অলরেডি আছে
তবে আরও একটা চাই
যেটা আছে বড্ডো ছোট
তাই
ভুল করে কেনা
মন পস্তায়
প্রচুর দামি বেশ কয়কেটি স্বপ্ন আছে
সেই গুলো নয় বেচে দেব সস্তায়
তার বদলে একটা স্বচ্ছ,
এক ঝাঁক তারা ভরা পরিষ্কার, ঝাঁ চকচকে
গাঢ় নীল আকাশ
চাই!
জানি দাবিটা একটু অন্য রকম
যে রকম তোমার দাবি
জমি থাকা স্বত্তেও আরও জমি চাই
গাড়ি বাড়ি টাকাকড়ি
আরও চাই চাই চাই
ঠিক সেই রকম আমারও চাই
একটা আকাশ
তারা ভর্তি আকাশ
শুনেছি তারাদের ভেতর নাকি
মরে যাওয়া লোকদের বাস
কথা তো বলা যাবে না
তবে ওই চোখের দেখা একবার দেখতে চাই
বাবাকে মা কে
ওই গগনচুম্বী আকাশ খেকো গুলো
একটা গোটা আকাশ গিলে নিয়েছে
তাই
চাই
আছে?
পারবে দিতে?
একটা আছে
তবে আরও একটা চাই