Skip to content

বৃষ্টি আহা বৃষ্টি — নজরুল ইসলাম খান

বৃষ্টি আহা বৃষ্টি
———————
—-নজরুল ইসলাম খান

বৃষ্টি আহা বৃষ্টি !
লাগছে বেশ মিষ্টি ।
বাইরে যাওয়া বন্ধ হয়ে
সংকুচিত দৃষ্টি ।
ঘরের মধ্যে চুপটি করে,
বাড়ির মানুষ ঘুমায় পড়ে,
পশুপাখি বাইরে থেকে
পাচ্ছে ভীষণ কষ্ট।
শিশুরা আবদ্ধ থেকে ,
খেলাধুলা বন্ধ রেখে,
ঘরে বসে দুষ্টুমিতে
সময় করছে নষ্ট ।
অলস দিনের আরাম আয়েশ ,
মাংস পোলাও পিঠা পায়েস,
বিত্তবানের রসনা বিলাস
চলবে খুব বাহার।
দিনমজুরের মুখটি ভার,
বেকার ভাবে দিনটি পার,
আয় রোজগার বন্ধ হয়ে
চলবে কেমনে সংসার ?

১৩/০৯/২০২২

মন্তব্য করুন