Skip to content

পাখি — প্রশান্ত পাল

সোনালি ভোরে ময়না টিয়া
সোনালি ডানায়
ভেসে বেড়ায় খেলে বেড়ায়
খুশির ভেলায় ।

বন্দি খাঁচায় সবুজ পাখি
আকাশ পানে চাহি
নীল আকাশের স্বপ্ন আঁকে
মুক্তির গান গাহি।

খুলে দিলাম উড়িয়ে দিলাম
সবুজ শাখার ডাকে
মোর বেদন ভরা হৃদয় খানি
কবিতা গান লেখে।

প্রাণের চেয়ে অধিক আপন
স্বাধীন হয়ে ঘুরে
কার সাথে তুই বাঁধলিরে ঘর
বাঁধলিরে মন সুরে।

আসবি ফিরে এই আশাতে
হৃদয় রাখি খুলে
নদী থেকে এনেছিলাম
কলা-পাতায় তুলে।

মন্তব্য করুন