আসিল রে আষাঢ় আজি আসিল আষাঢ়
কুলু কুলু গাহে নদী বরষার বাহার
মাঠে ঢেউ পাট সারি
সবুজের মুখে হাসি
মাঠ ঘাট থৈ থৈ
খেলে জল হাঁস চৈ
দোলে দোল বাঁশ ওই
হাতছানি আকাশ ছুঁই
আসিল রে আষাঢ় আজি আসিল আষাঢ়।
উৎসব বরষে
প্রকৃতি হরষে
ভর ভর ক্ষেত আল স্রোত জল ফেন তাল
কাদা মাটি ঘোলা জল
রোয় ধান চাষী দল
ভেজা ভেজা মিঠি হাওয়া
জুড়ায় প্রাণ মন পাওয়া
আসিল রে আষাঢ় আজি আসিল আষাঢ়।
মেঘ কালো চলে ছুটি
চঞ্চল ওরা আজি আষাঢ়ের বেলা ফুটি
কত যেন ব্যস্ত আজি
ক্ষণে ক্ষণ বরষা ঢালি
তবু ফাঁকে দেয় উঁকি
শ্যেন রোদ ঝলমল
কখনো বা ছায়া জল
সবে মিলে আষাঢ়ে ভাসি পল্লীর মুখে হাসি
আসিল রে আষাঢ় আজি আসিল আষাঢ়।