“ মাহে রমাদান “
অথই মিষ্টি
আজি আসিয়াছে মেহেমান
পবিত্র মাহে রমাদান
বরিয়া লও তাঁরে
ওরেে
ইমান আকড়ে ধরে ।
চাও যদি নাজাত
জাগিয়া শেষ রাঁত
ঐ বিধাতার প্রার্থনাতে
আপনরে বিলাও
যদি ক্ষমা পেতে চাও ।
সাধনা করে
আকঁড়ে ধরে
ওরে আজি
শুদ্ধ করো ইমান
অশুভর আসথানা দেও উড়িয়ে
বাজি রেখে প্রান ।
আজি আসিয়াছে রমাদান
বরিয়া লও তাঁরে
ওরে
ইমান আকড়ে ধরে