আসমানেতে যাবে,ভেবেছিল তারার সঙ্গে প্রণয় হবে!
উতলা মনের স্বপন ঠাঁই হয়না সবখানে, তাই বুঝি___
দিবে দেখা! তবে সখ্য আলাপ হবে না।
এই ভীষণ হৃদি চলল জনশূণ্যের পথে। তখনি,
রবি বলে যাও ফিরে দিনের আলো সব দিব ভরে।
চন্দ্রিমা আরো বলে রাতের আঁধার দিব দূর করে
পৃথিবী আজ বড্ড উৎকণ্ঠায় আলো আধাঁরে হাঁটছে
গিরি বলে দেখ তারে দূর থেকে। তবে, জলধি বলে
ভেসে যাও এই বুকের উপরে ভর করে,
কাছ থেকে দেখবে কেমন লাগছে তারে।
এই আকুল চিত্ত জানে না, কোন দিকে যাবে সে !
থাকবে কী এই চেনা জানা দৃশ্য মাঝে!
আনমনে বলছে বারে বার!
চললাম অচিন দেশে, না হোক ফেরা এবার,
তবে পথে সবি যে চেনা! আর পা দু’খানা বলছে,
ধুলোগুলো আগে থেকে এই শরীরে মাখা।
প্রকৃত বলছে এবার হল বেলা,
বন্ধ কর যত আছে দ্বিধা দ্বন্দ্বের খেলা।
চারিদিক দিচ্ছে হাতছানি, নেমে এলো সন্ধ্যা
এবার চলল তরী, আর হল না ফেরা।