ফুলের বনে রঙবেরঙের
প্রজাপতির মেলা
সকাল থেকে সারাবেলা
রঙ ছড়িয়ে খেলা ।
নিবাস কোথায় কেউ জানেনা
পাপড়িতে রঙের ধ্বজা
দলে দলে প্রজাপতির হানা
পায় যে প্রেমের পূজা ।
পাখায় পাখায় পরাগ মিলন
নতুন ফুলের জন্ম
অসতী ফুল ধূলোয় মলিন
চির ঘুমে মগ্ন ।
শুভক্ষনে হাজির প্রজাপতি
মুগ্ধ আঁখি সুখী দম্পতি
ফুলশয্যার শয্যা সাজায়
ফুল কন্যা স্বামী প্রজাপতি ।
২৭.০৪.২০২৩.