দেবতা,
ধর্মের বিষ
আমাকেও দিস,
আমি যেন ছোবল
মারতে পারি
ধর্মের লড়াইয়ে।
সব যেন বশে
আনতে পারি
তোমার দোহাই দিয়ে।
হত্যা করবো, করবো বলাৎকার!
সর্বাঙ্গে থাক ধর্ম অলংকার,
পাপ গুলো শাপ করে
লেলিয়ে দেবো দংশন উগ্ৰতায়,
খুন থেকে খুন হবে
আরাধ্য মতে যা কয়।
উপাসনালয় যেন
হিংসার আস্তাবলে
পরিণত হয় যেন,
কালের মহাকালে
টিকে থাক হিংসা নামের ধর্ম !
পৃথিবীর যত ধর্মভীরু মানুষের
মনে তৈরি হোক এই বাণীর মর্ম !
তুমি কি জন্মেছো ধর্মের চিন্হ এঁকে ?
ভুমিষ্ঠ কালে তুমি কোন ধর্মের
কেউ কি চিনতে পেরেছেন চিন্হ দেখে ?
ছিল না তো কোনো খোদাই
নধর শরীরে,
তবে তুমি, কেনো যাবে
গির্জা, মসজিদ, মন্দিরে ?
কে তোমাকে বলল,দেব আছে ?
ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন উপকরণ সাজে।
তুমি কি বিশ্বাস করো
পৃথিবীতে আস্তিক নাস্তিক বলে
কারো জন্ম হয়?
সুবিদার ধর্মপ্রচারক এটা বলে
প্রথাগত ধর্ম, না মানা নাস্তিকতা হয়।
” ধর্ম ” প্রচারের পণ্য নয়
সকল ব্যথিত মর্ম,যা হৃদয়ে রয়।
৬-ই এপ্রিল,২০২৩ সাল.
Excellent writing.