Skip to content

ইন্দ্রধনু — প্রশান্ত পাল

মেঘের আঁচল বৃষ্টি ঝরায়
পূবের হাওয়ায় বাদল নাচে
বুঝি আজ পৃথিবী রসাতলে
ঝড়ের দাপট গাছে গাছে ।

তার আসার কথা ধর্মতলায়
পার্কস্টিটে এক হাঁটু জল
কেনাকাটা, গল্প কিছু নির্জনেতে
খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট ।

হাসির বহর পর্দাগুলোর
বিবর্ণ মুখ দেখে আমার
বাবার ইচ্ছেয় খিচুড়ি ভোগ
মায়ের রান্না রান্না ঘরে
সুস্বাদু ঘ্রাণ নাকে আমার।

ঘড়ির কাঁটায় চারটে যখন
মাথা ঘোরে বন বন বন,
বেজে ওঠে মুঠোর ফোন—
ঘুরছি একা এদিক ওদিক
কথা ছিল আসবে কখন?

এক ছাতাতে আমরা দুজন
পার্কস্টিটে এক হাঁটু জল ভেঙে,
লজ্জা পেয়ে বাদল গল টুটে
আকাশ রাঙে ইন্দ্রধনু রঙে।

1 thought on “ইন্দ্রধনু — প্রশান্ত পাল”

মন্তব্য করুন