Skip to content

ডেকে ছিলে তুমি, হেমন্তের সন্ধ্যায়
চাঁদ হীন পৃথিবী ঢেকে ছিল কুয়াশায়;
তোমার দুচোখ হোতে শিশির পড়ে ছিল ঝরে
হৃদয়ের ঘাসে;;বুনো ফুল ফোটে
অন্ধকারে তোমার ঠোটে
কি বাসনার ভাষা , আমি বুঝলাম কেনো ?

মন্তব্য করুন