Skip to content

‌ফেসবুক __ জুম যাহ‌রিন নাজাহ

ইন্স্ট্রগ্রা‌মে ১০০০ ফ‌লোয়ার,
‌ফেসবু‌কে হাজার দু‌য়েক,
চ্যাট লি‌স্টে দুশ বা‌তি
গ্রীন সিগনাল উঁ‌কি ঝু‌কি,
‌নিউজ‌ফি‌ডে লাল বেনার‌সি,তাও দশ কু‌ড়ি ,
ফেসবু‌কে‌তেই বি‌য়ে ব‌সে?

ও‌দি‌কে বার্গার_‌পিজ্জা,পাস্তা, চি‌কেন;
ডাক ফেইস বিউ‌টিরা বল‌ছে,
“উইথ মাই হাবি, বে‌বি, জানু_মানু”
হাউ ফা‌নি ¡

বন্ধুসংখ্যা আমার হাজার ছা‌ড়ি‌য়ে‌ছে,
‌কেউ মুখ চেনা, কেউ নাম জানা, কেউ ভীষণ অ‌চেনা।
সা‌বেক প্রে‌মিক‌দের পো‌স্টে ভুলভাল লাইক,
ব্লক_ আনব্ল‌কে তোলপাড়,
আমার ফেসবুক জন‌গোষ্ঠী।
এত বন্ধু আমার, এত বান্ধবী,
‌এত আ‌লোচনা, এত সমা‌লোচনা।

‌সে কি! মি‌থিলা আবার বি‌য়ে ক‌রে‌ছে?
আর ঐ যে হতচ্ছাড়াটা গা‌ড়ি কি‌নে‌ছে?
না‌ভিশ্বাস প্রদর্শনী,
আ‌মিনা আজ প্রি‌ন্সেস এ‌মি;
বড্ড সে‌কে‌লেই র‌য়ে গে‌ছি এই আ‌মি।
চা‌রি‌দি‌কে এত আ‌লো,
এত হই হই রই রই,
আমারটা জু‌ড়েই কেবল
অাঁধা‌রের অম‌নিবাস?
এত বন্ধু আমার,
‌কেন ত‌বে নির্বান্ধবতা?
শূন্য সকাল, বিধবা বিকাল
আর বি‌নিদ্র শয্যা¡
বন্ধুর খোঁ‌জে মিলল কেব‌লি বন্ধুহীনতা।
দুর ছাই! দূ‌রে যাক যত ফেসবুকীয় লৌ‌কিকতা।

তু‌মি কি এ‌নে দি‌তে পার,
একটা সোনালী বি‌কেল,
মু‌খোমু‌খি দু’কাপ ক‌ফি,
‌কোন কাশব‌নে নির্জ‌নে হেঁ‌টে যাওয়া
দু’‌জোড়া পা?
‌ফেসবুক ,তু‌নি না বন্ধু বানাও?
এত বন্ধু ,কেন ত‌বে প্রা‌ণের আ‌বে‌গে
রুদ্ধ সকল বাক্যালাপ,
উজাড় ক‌রে যায় না বলা,
হৃদ‌য়ের যত কথা।
একখা‌নি হাত কাঁ‌ধে রে‌খে বলুক
‘ভয় কি, আ‌মি তো আ‌ছি।’
ভীষণ একা আমার বিষণ্ণ বি‌কেল‌বেলা।

‌ছোট্ট একটা ঘর,
একট‌ু মি‌ঠে, একটু কড়া,
যার নাম ভালবাসা।
ও‌কি কেবল জাদুঘ‌রেই প্রত্নত‌ত্বের সাক্ষী হ‌য়ে?
বন্ধুসভার নির্বান্ধব আ‌লোচনা,
‌দি‌লেম বি‌দেয় মি‌থ্যে মায়া,
‌ফেসবুকীয় যন্ত্রণা।

1 thought on “‌ফেসবুক __ জুম যাহ‌রিন নাজাহ”

মন্তব্য করুন