একটা বোমার শব্দ,
জাগিয়েছিল ভারতভূমি।
পচা-গলা সমাজের ভিতকে
নাড়িয়ে দিয়েছিল স্বদেশব্রতে।
দিক্ দিগন্তে সবুজ প্রানের
হিল্লোল; আত্মবলিদানে
মাতোয়ারা, যুব-মন
পাগলপারা ছিল স্বদেশপ্রেমে।
আজও—–
হরিলুটের বাতাসার মতই
বোমা ফড়ে চৌদিকে।
বোমার শব্দে ঘুম আসেনা।
সে প্রানের বন্যাত নেই, শুধুই
এলাকা দখলের লড়াই চলে।
নিরীহ মানুষের রক্ত নিংড়ে
তৈরী বোমা, একতার বীজে
ফাটল ধরায়।
রচনাকাল…//০৯/০৫/২০১১